ভারত সফরে বাংলাদেশ টেস্ট দলে জাকের আলী, নেই শরিফুল
কদিন পরই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই সফরে টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিক।
প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন জাতীয় দলের হয়ে ১৭টি টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পাকিস্তান সফরের দল থেকে একটি পরিবর্তন এসেছে। জাকেরকে ডাকা হয়েছে, বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
ভারত সফরে শুরুতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে ২৮ সেপ্টেম্বর কানপুরে স্বাগতিকদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট সিরিজের পর কয়েকদিন বিরতি মিলবে। প্রথম টি-টোয়েন্টি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর।
এরপর দুই দল যাবে দিল্লিতে। সেখানে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৯ অক্টোবর। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর হায়দরাবাদে। ভারতের মাটিতে তাদের বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জয় কেবল একটিতে। ৪ টেস্টের সব কটিতেই বাংলাদেশের হার। ৪ ওয়ানডেতেও একই ফল। ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় একটিতে। ২০১৯ সালে তিন ম্যাচের সিরিজে দিল্লিতে একটি ম্যাচ জেতে তারা।
ভারত সফরে বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।