আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে জিন্নাতের ব্রোঞ্জ জয়
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিন্নাত ফেরদৌস পোল্যান্ডে অনুষ্ঠিত সিলেসিয়ান ওপেন নামে পরিচিত বিশ্বখ্যাত আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে কোনো বাংলাদেশির প্রথম পদক জয়।
এক্সওয়ানএক্স ইন্টারন্যাশনাল সিলেসিয়ান উইমেন'স বক্সিং চ্যাম্পিয়নশিপ নামের প্রতিযোগিতাটি পোল্যান্ডের গ্লিউইসে অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয়েছে ৮ সেপ্টেম্বর। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা থেকে ১৭টি দেশ অংশ নিয়েছে এতে, ছিলেন প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নরাও।
কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচ জিতে জিন্নাত তার পদক নিশ্চিত করেন। নিউইয়র্কে ফেরার পর জিন্নাত বলেন, 'পোল্যান্ডের গ্লিউইসে একটি টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছি আমি। একজন বক্সিং ফেডারেশন কর্মকর্তা (জহির আহমেদ) আমাকে জানিয়েছেন, এটি ইউরোপিয়ান বক্সিং কনফেডারেশন থেকে বাংলাদেশের প্রথম পদক'।
৫২ কেজি ওজন শ্রেণীতে দুটি ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির কাটা পাপের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়লাভ করেন। সেমিফাইনালে ইউক্রেনের ডারিয়া-ওল্খা হুতারিনা বিরুদ্ধে পরাজিত হলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।
জিন্নাত বলেন, '৫২ কেজি ওজন শ্রেণি আমার সাধারণ লড়াইয়ের ওজনের চেয়ে বেশি। ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে আমি ৫০ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা করব'।
উল্লেখ্য, আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন ২০২৪ সালের জুনে নারীদের বক্সিংয়ে হেডগিয়ার (মাথার সুরক্ষা ব্যবস্থা) বাতিল করে। তাই কোনো ধরনের হেডগিয়ার ছাড়া নারীদের প্রথম বক্সিং প্রতিযোগিতা ছিল এটি।