কর্মী ভিসা সমস্যা দ্রুত সমাধান করতে চায় ইতালি: রাষ্ট্রদূত
অসমাপ্ত কর্মী ভিসা সমস্যা দ্রুত সমাধান করতে চায় ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো এ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে ইতালিতে দক্ষ জনশক্তির বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে আরও সহযোগিতা করতে চায় ইতালি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত আলেসান্দ্রো। এসময় নবনিযুক্ত সচিবকে অভিনন্দনও জানান তিনি। আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে আশা ব্যক্ত করেন দুজন।
ইতালির রাষ্ট্রদূত জানান, দূতাবাসে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ভিসার আবেদন জমা রয়েছে। এগুলো মূলত সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্কের অবৈধ হস্তক্ষেপ, জাল নথিপত্র জমা দেওয়া এবং দূতাবাসের মানবসম্পদের সীমাবদ্ধতার কারণে এসব বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও জানান, ইতালি সরকার মানবপাচার ও অভিবাসী চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরগুলো দূতাবাসকে জাল ও আসল কাজের অনুমতি পত্র পৃথক করার জন্য সহায়তা করছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ঢাকা ইতালির দূতাবাসে আরও কর্মকর্তা নিয়োগের মাধ্যমে আগামী সপ্তাহগুলোতে ভিসা আবেদন দ্রুততর করতে পারবে।
পররাষ্ট্র সচিব ইতালির রাষ্ট্রদূতকে অসমাপ্ত কাজের ভিসা আবেদনগুলোর সমাধানে তার আন্তরিক ও বাস্তবধর্মী প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। দুই পক্ষই আশা প্রকাশ করেন যে, দুই দেশের সরকারের মধ্যে প্রস্তাবিত অভিবাসন ও গতিশীলতা বিষয়ক সমঝোতা স্মারক শীঘ্রই সম্পন্ন হবে।