সরকারের আশীর্বাদপুষ্ট দুর্নীতিবাজ বিলিয়নিয়ার চাই না: ওয়াহিদউদ্দিন মাহমুদ
অন্তবর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিগত সরকারের সহায়তায় কোনো কোনো ব্যবসায়ী বিলিয়নিয়ার হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্ট হয়ে দুর্নীতি করে আর কেউ বিলিয়নিয়ার হোক, এটা আমরা চাই না।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের শীর্ষ ব্যবসায়ীদের 'ন্যাশনাল বিজনেস ডায়লগ'- অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'বিলিয়নিয়ার হওয়া আমাদের কাম্য নয়। আমরা চাই সৎ ও নিষ্ঠার মাধ্যমে সবাই ব্যবসা করুক। উদ্যোক্তারা তাদের সততার মাধ্যমে বড় হোক।'
দেশের ব্যবসায়ীদের এখন সক্ষমতা বাড়াতে হবে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, 'বিশ্ববাজার এখন প্রতিযোগিতামূলক। স্বল্প মজুরির শ্রম দিয়ে বড় হওয়া যাবে না। দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। শ্রমিকদের মান এবং কাজের মান বাড়াতে হবে।'
তিনি বলেন, 'এক তরফা শুল্ক সুবিধা পেয়ে বড় হওয়া ব্যবসা সাসটেইনেবল নয়। নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে।'