শাহবাগে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ, সারাদেশে মন্দিরে হামলার বিচার দাবি
সূত্রাপুরসহ সারাদেশে মন্দিরে সাম্প্রতিক হামলার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়টি স্বীকার করে, তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা হামলার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা তাদের ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন।
দাবিগুলো হলো: সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা।