ওয়েসিসের 'সুপারসনিক' গানে বাজানো গিটার বিক্রি হলো ১ লাখ ৩২ হাজার পাউন্ডে!
ওয়েসিস ব্যান্ডের নোয়েল গ্যালাঘারের একটি গিটার নিলামে ১ লাখ ৩০ হাজার পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে। খবর বিবিসি'র।
এপিফোন লেস পল স্ট্যান্ডার্ড মডেলের ইলেকট্রিক গিটারটি ব্যান্ডটির প্রথম সিঙ্গেল 'সুপারসনিক'-এর মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল।
ওয়েসিসের প্রথম অ্যালবাম 'ডেফিনিটলি মে বি'-এর গানগুলো এই গিটার দিয়েই রেকর্ড করা হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের বোর্ডওয়াক, স্কটল্যান্ডের গ্লিনইগলস, এবং লন্ডনের ওয়াটার র্যাটস-এ ব্যান্ডটির বেশ কিছু শুরুর দিকের লাইভ পারফরম্যান্সেও গিটারটি বাজাতে দেখা যায় গ্যালাঘারকে।
নিলাম প্রতিষ্ঠান সোথেবি'র নিলামে গিটারটির মূল্য ৬০ থেকে ৮০ হাজার পাউন্ড ধরা হয়েছিল, তবে শেষ পর্যন্ত এটি ১ লাখ ৩২ হাজার পাউন্ডে বিক্রি হয়।
১৯৯৪ সালের 'ডেফিনিটলি মে বি' অ্যালবামের চূড়ান্ত রেকর্ডিংয়ের আগে, নোয়েল গ্যালাঘার গিটারটি ম্যানচেস্টারের আউট অব দ্য ব্লু স্টুডিও এবং ওয়েলসের মনো ভ্যালি স্টুডিওতে সেশনগুলোর জন্য ব্যবহার করেছিলেন।
এছাড়া, গ্যালাঘারের আরও দুটি গিটার চড়া মূল্যে বিক্রি হয়েছে। তার এপিফোন ইএ-২৫০ ইলেকট্রিক গিটারটি ৪৮ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। দ্য স্মিথস ব্যান্ডের গিটারিস্ট জনি মার-এর ১৯৮০ সালের গিবসন ফ্লাইং ভি গিটারটি, যা গ্যালাঘার ওয়েসিসের ১৯৯৪ সালের 'সিগারেটস অ্যান্ড অ্যালকোহল' গানটির রেকর্ডিংয়ে ব্যবহার করেছিলেন, সেটিও ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
সম্প্রতি ওয়েসিস ব্যান্ডের সদস্যরা আবার এক হওয়ার ঘোষণা দিয়েছেন। ২০০৯ সালে ব্যান্ড ভাঙার পর আগামী বছর গ্যালাঘার ভাইদের আবার একসাথে পারফর্ম করতে দেখা যাবে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন