গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তা দেবে এডিবি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ
গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ রোববার এডিবির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানিয়েছে।
এডিবির প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থার দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকেও কোনিশি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে কোনিশি বলেন, বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এডিবি এবং তারা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তা দিতে চান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা জোরালো করেছে, তাই বাংলাদেশকে আরো নীতি সুদহার ভিত্তিক ঋণ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।
এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণের নতুন সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, 'আমরা এখন গ্রাউন্ড জিরো পরিস্থিতিতে আছি। সবকিছু যত দ্রুত সম্ভব গড়ে তুলতে হবে।'
বৈঠকে বাংলাদেশ সরকারের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ, কর তথ্যের ডিজিটালাইজেশন, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগসহ মূল অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, রিজার্ভ ও রেমিট্যান্সের সাথে বৈদেশিক মুদ্রা বাজারের সম্পর্কে এরমধ্যেই উন্নতি পরিলক্ষিত হচ্ছে। 'এক্ষেত্রে আস্থা ও বিশ্বাসযোগ্যতার লক্ষনীয় উন্নতি হয়েছে' - বলেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, সিনিয়র অ্যাডভাইজর এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।