মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে
সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত এবং একাত্তরের ঘাতক দালাল-নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরের আজ (১৭ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
গতকাল (১৬ সেপ্টেম্বর) ঢাকার আদাবর এলাকা থেকে মোজাম্মেল হক ও শ্যামল দত্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ আরও কয়েকজন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিভিন্ন অভিযোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি করা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মোজাম্মেল হক বাবু ২০২০ সাল থেকে এডিটরস গিল্ডের সভাপতির পদে আছেন।
এদিকে গতকাল (১৬ সেপ্টেম্বর) শাহরিয়ার কবিরকে তার বাসা থেকে আটক করা হয় এবং পরে বনানী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতিষ্ঠিত একটি প্রেসার গ্রুপ।
শাহরিয়ার কবির ২০১৭ সালে কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।