বাংলাদেশের সঙ্গে শীঘ্রই বিদ্যুৎ ব্যবসা শুরুর প্রত্যাশা নেপালের রাষ্ট্রদূতের
বাংলাদেশের সঙ্গে নেপাল শীঘ্রই বিদ্যুৎ ব্যবসা শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
নেপালের জলবিদ্যুতের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশ ও নেপাল শীঘ্রই বিদ্যুৎ ব্যবসা শুরু করতে সক্ষম হবে।'
বৈঠকে রাষ্ট্রদূত গত জুলাই-আগস্টে ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার এই দুই দেশ সার্ক ও বিমসটেকের সদস্য। উভয় দেশের মধ্যেই 'চমৎকার' দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য নেপালকে প্রস্তাব করায় কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা এখনও একটি পরিমিত পর্যায়ে রয়েছে।
নেপালের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে বাংলাদেশে ডাক্তারি পড়ালেখার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, নেপালের অনেক চিকিৎসক রয়েছেন, যারা বাংলাদেশে পড়ালেখা করেছেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের সঙ্গে সার্কের কার্যক্রম নিয়েও আলোচনা করেন।