মেট্রোরেলের ত্রুটির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করল ডিএমটিসিএল
গতকাল (১৮ সেপ্টেম্বর) ভায়াডাক্টের বেয়ারিং ভেঙে মেট্রোরেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ত্রুটির কারণ অনুসন্ধান করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল-এর অফিস আদেশে বলা হয়, ত্রুটির কারণ অনুসন্ধানের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব দেবে।
ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সকাল ৯টা ৪০ মিনিটের দিকে খামারবাড়ি মোড়ে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে মেট্রোরেলের একটি ভায়াডাক্টের বেয়ারিং ভেঙে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১১ ঘণ্টার তীব্র প্রচেষ্টার পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়। এর আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু ছিল।
পরবর্তীতে ডিএমটিসিএল-এর অফিস আদেশে বলা হয়, সমস্যাটি ঠিক করা হয়েছে এবং রাত ৮টা ২৫ মিনিট থেকে মেট্রো রেল পরিষেবা সম্পূর্ণরূপে পুনরায় চালু হয়েছে।