শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা দ্বিতীয় দফায় গড়াল
গণঅভ্যুত্থানের দুই বছর পর গতকাল শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ভোট গণনা দ্বিতীয় দফায় গড়াচ্ছে।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।
ভোটারদের আগে থেকেই ভোট দেওয়ার সময় পছন্দক্রম অনুযায়ী তিনজন প্রার্থীকে বেছে নিতে বলা হয়েছিল। এখন নির্বাচন কমিশন ভোটাররা দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে কাকে কাকে ভোট দিয়েছেন সেটি গণনা করবে।
নির্বাচনের সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দেশটির মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েক। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও গুপ্তহত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসা।
তবে ভোটের সম্পূর্ণ ফলাফল জনগণের সামনে এখনও প্রকাশ করা হয়নি।
এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দিশানায়েকে ও প্রেমাদাসা ছাড়া অন্য সব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।
বাদ দেওয়া প্রার্থীদের ব্যালটগুলোতে এখন দেখা হবে ভোটাররা দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন।
২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর প্রথমবারের মতো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।
১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটিতেই প্রথমবারেই বিজয়ী নির্ধারিত হয়েছে।