শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী রাজনীতিবিদ দিসানায়েক
৪২.৪১ শতাংশ ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েক।
প্রথম রাউন্ডে কোনও প্রার্থী মোট ভোটের ৫০ শতাংশের বেশি জিততে না পারায় দ্বিতীয় দফায় ভোট গণনা হয়। এটি ঐতিহাসিক কারণ, এর আগে কখনও নির্বাচনে ৫০% ভোট নিশ্চিত না হওয়ার মতো ঘটনা ঘটেনি এবং ভোট গণনার দ্বিতীয় রাউন্ডে যেতে হয়নি।
জয়ী দিসানায়েক পেয়েছেন ৪২.৪১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬ শতাংশ। বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
দিসানায়েকের রাজনৈতিক দল মার্কসবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) ৭০ ও ৮০ র দশকে শ্রীলঙ্কা রাজ্যের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহ করেছিল। এবারের জয় থেকে বোঝা যাচ্ছে আগেকার ভীতিকর ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন তিনি।