বোলিং অ্যাকশন পাল্টে ফল পাচ্ছেন তাইজুল
লক্ষ্য ছিল তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। কিন্তু হয়ে উঠেছেন টেস্ট বোলার। তাইজুল ইসলামের নাম শুনলেই সবাই সাদা পোশাকে একজন স্পিনারের ছবি এঁকে ফেলেন। কিন্তু এই পরিচয় ঝেরে ফেলতে চান বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলতে চান তাইজুল।
এ জন্য বেশ আগেই নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন বাংলাদেশের এই স্পিনার। ইতোমধ্যে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন বাংলাদেশের হয়ে ২৯টি টেস্ট, ৯ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা তাইজুল। বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পাশাপাশি নতুন একটি ডেলিভারি নিয়েও কাজ করে যাচ্ছেন তিনি।
বোলিং অ্যাকশন পাল্টে ফলও পাচ্ছেন তাইজুল। টানা দুই ঘণ্টা বোলিং করে যেতেও সমস্যা হচ্ছে না বলে জানালেন তিনি। মঙ্গলবার মিরপুরে অনুশীলনের পর তাইজুল বলেন, 'আমি ভেটোরির সাথে কথা বলেছি আমার অ্যাকশনের বিষয়ে, অ্যাকশন বদলেছি। ব্যাটসম্যানদের এখন বোলিংও করছি। আমার শরীরের সাথে অ্যাকশনটা মানিয়ে গেছে। এখন দুই ঘণ্টা বোলিং করতেও সমস্যা হচ্ছে না।'
তাইজুলের আগের বোলিং অ্যাকশনে তেমন বৈচিত্র্য ছিল না। যে কারণে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার সেই আত্মবিশ্বাস পাননি তিনি। বাঁহাতি এই স্পিনার বলেন, 'আমার আগের যে অ্যাকশন ছিল, ভিন্ন জায়গায় বোলিং করা অনেক সুবিধার ছিল। কিন্তু ওই অ্যাকশনে তিন ফরম্যাটে চালিয়ে নেওয়া কঠিন। বৈচিত্র্যের মাত্রাটা একটু কম ছিল।'
'এখন যে নতুন বোলিং অ্যাকশন, এটা নিয়ে ভেটোরির সাথে কথা বলেছি। তিনি বলেছেন, "এটা দিয়ে তিন ফরম্যাটে খেলতে পারবে।" বলের বাউন্স, বৈচিত্র্যসহ বিভিন্ন দিক চিন্তা করে অ্যাকশন পরিবর্তন করা। ব্যাটসম্যানদের বোলিং করে আমি ইতোমধ্যে ফলও পাচ্ছি। বৈচিত্র্যের দিকে সাহায্য করছে নতুন অ্যাকশন।' যোগ করেন তাইজুল।
তিন ফরম্যাটে খেলতে তাইজুলেকে বোলিং অ্যাকশন পরিবর্তনের পরামর্শ দেন বাংলাদেশের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরি। নিজের অ্যাকশনেই তাইজুলকে বোলিং করার পথ দেখিয়ে দেন সাবেক কিউই এই স্পিনার। তাইজুলও খুব ভালোভাবে রপ্ত করেছেন নতুন বোলিং অ্যাকশন।
প্রথম দেখায় মনে হতে পারে ভেটোরিই বোলিং করছেন। নতুন এই বোলিং অ্যাকশন দিয়ে এবার তিন ফরম্যাটেই স্পিন ভেল্কি দেখাতে চান টেস্টে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেটশিকারি এই স্পিনার।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন অনুশীলন থেকে দূরে থাকতে হয়েছে ক্রিকেটারদের। তাইজুলকেও একইভাবে দিন পার করতে হয়েছে। ঘরবন্দি অবস্থায় কেবল ফিটনেস নিয়েই কাজ করতে হয়েছে। পেশাদার খেলোয়াড়দের জন্য এতোটা সময় মাঠের বাইরে থাকাটা কতটা কঠিন, গত কয়েক মাসে ভালোভাবেই বুঝতে পেরেছেন তাইজুল।
ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করা বাঁহাতি এই স্পিনার বলেন, 'আমরা যারা ক্রিকেটার বা যেকোনো খেলোয়াড়ই হোক না কেন, এতোদিন খেলার বাইরে থাকা খুব কঠিন। আমরা সব সময় খেলতে পছন্দ করি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলে আমরা সবাই আবার মাঠে ফিরতে পারব। আমরা আগের পরিস্থিতিতে ফিরতে পারলে ভালো লাগবে।'