যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৩০ জন বাংলাদেশি নাগরিককে আজ (২৯ অক্টোবর) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এসভি ৮১০ বিমানযোগে ফিরিয়ে আনা এই ব্যক্তিদের যাতায়াতের সমস্ত ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করেছে।
ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
দেশে ফেরত আসা প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, খাদ্যসামগ্রী এবং আইওএম-এর সহায়তায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামীল খান প্রত্যাবর্তনকারীদের সাথে কথা বলেন এবং লেবাননে চলমান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি প্রত্যাবর্তনকারীদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
এখন পর্যন্ত লেবাননে কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ নিয়ে লেবানন থেকে মোট ১৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।
এর আগে সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে স্বেচ্ছায় ফিরে আসতে ইচ্ছুক সকল বাংলাদেশিকে রাষ্ট্রের খরচে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে।