নিলামে উঠছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
পুরো বিশ্ব যখন আজ (৫ নভেম্বর) মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে, ঠিক তখনই মাসের শেষ দিকে এক বিশেষ ধরনের নিলামের আয়োজনের কথা জানাল নিউইয়র্ক-ভিত্তিক গার্নসি'স অকশন হাউজ (নিলাম ঘর)।
এই নিলামে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল থেকে শুরু করে আরেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কফিনে ব্যবহার করা মার্কিন পতাকা পর্যন্ত বিক্রির জন্য আনা হয়েছে।
গার্নসি'স অকশন হাউজের প্রেসিডেন্ট আর্লান এটিঙ্গার বলেন, "আমরা আমেরিকান ইতিহাসের সাথে যুক্ত সবচেয়ে ঐতিহাসিক বস্তুগুলোর জন্য এই নিলাম পরিচালনা করছি— যে জিনিসগুলো আগে কখনো বিক্রির জন্য আসেনি ৷"
বস্তুগুলোর মধ্যে সবচেয়ে কৌতূহলোদ্দীপক আইটেমটি হলো জর্জ ওয়াশিংটনের চুল। ১৭৯৯ সালে মারা যাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্টের একগুচ্ছ ধূসর চুল একটি লকেটের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। আর এই লকেটটি দেওয়া হয়েছিল পারিবারিক এক বন্ধুকে; প্রজন্মের পর প্রজন্ম ধরে চুলগুলো সংরক্ষণের পর অবশেষে নিলামে উঠছে।
যুক্তরাষ্ট্রের আরেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মারা যান ১৮৬৫ সালে। তাকে সমাহিত করা হয় ইলিনয় রাজ্যের স্প্রিংফিল্ডে। তার মরদেহ ওয়াশিংটন ডিসি থেকে স্প্রিংফিল্ডে নিয়ে যাওয়ার সময় কফিনে যে মার্কিন পতাকা টানানো হয়েছিল, সেটিও তোলা হচ্ছে এই নিলামে।
নিলাম ঘরের প্রেসিডেন্ট এটিঙ্গার আরও জানান— নিলামে তোলা এসব দুর্লভ বস্তুর আনুমানিক দাম ধরা হয়েছে ৮ লাখ থেকে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার; যদিও এ ধরনের দুর্লভ জিনিসের মূল্য নির্ধারণ করা কঠিন।
আগামী ২২ নভেম্বর অনলাইন মাধ্যমে নিলামের বিক্রি পরিচালিত হবে এবং নিউইয়র্কের আরাডার গ্যালারিতে এগুলোর প্রিভিউ দেখা যাবে।
এটিঙ্গার জানান, "আমরা জানি না নির্বাচনে কী ঘটতে চলেছে, তবে উভয়ভাবেই (নির্বাচন ও নিলাম) এই মুহূর্তে প্রেসিডেন্সি অফিস এবং আমেরিকার ইতিহাসের ওপর দুর্দান্ত ফোকাস রয়েছে।"