ক্যপিটলে হামলার মধ্যেই স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরি
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিং এ ট্রাম্প সমর্থকদের গত বুধবারের হামলায় 'হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ' স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে তার ল্যাপটপ চুরি গেছে।
শুক্রবার পেলোসির এক সহকারী গণমাধ্যমকে এই তথ্য জানান।
পেলোসির একজন সহকারী ড্রিউ হ্যামিল এক টুইটার পোস্টে জানান, ওই ল্যাপটপটি একটি কনফারেন্স কক্ষে থাকতো এবং প্রেজেন্টেশন দেয়ার জন্যে ব্যবহৃত হতো। তিনি এর বাইরে আর কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন।
ক্যাপিটল বিল্ডিং এ ট্রাম্প সমর্থকদের হামলার সাথে সাথে কংগ্রেসের অফিস থেকে এই ইলেক্ট্রনিক ডিভাইস চুরি যাওয়ার ঘটনা নতুন করে শঙ্কার কারণ সৃষ্টি করেছে। সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় উজ্জ্বীবিত হয়ে একটি র্যালি নিয়ে ক্যাপিটল বিল্ডিং এর দিকে এগিয়ে যায় যেখানে ডেমোক্র্যাট জো বাইডেনকে তার ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ের সত্যতা প্রদান করছিলো কংগ্রেস।
শুধুমাত্র পেলোসির ঘটনাই শেষ নয়, আরেক ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলেও টুইটারে জানিয়েছেন তার অফিস থেকেও একটি ল্যাপটপ চুরি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন অ্যাটর্নি মাইকেল শেরউইন জানান যে এই ধরনের চুরির ফলে তারা সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হবেন এবং তিনি একে 'জাতীয় নিরাপত্তা নিরপেক্ষতা' বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, "আমরা আসলে এখনো জানিনা যে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে।"
ক্যাপিটলে হামলে পড়া বিক্ষোভকারীরা সম্প্রতি নিজেদের কিছু ছবি পোস্ট করেছে বিভিন্ন জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে তারা কংগ্রেসের ফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করছে। রাইট উইং আউটলেটের একজন রিপোর্টারের পোস্ট করা এক ছবিতে একটি কম্পিউটার দেখা গেছে যা পেলোসির অফিসের কম্পিউটার বলেই ধারণা করা হচ্ছে। কম্পিউটারটিতে তখনো স্ক্রিনে কিছু ইমেইল দেখা যাচ্ছিলো।
বিশৃঙ্খলা ও দাঙ্গার মধ্যে দিয়ে আর কি কি জিনিস চুরি গেছে তা এখনো জানা যায়নি। কিছু তথ্যপ্রযুক্তিবিদ এর মতে দাঙ্গাকারীরা হয়তো অফিসের কম্পিউটারগুলোর মধ্যে ক্ষতিকর কোন সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ডিভাইসগুলোই বিশেষ কোনো মনোযোগ আকর্ষণের কেন্দ্রে ছিল কিনা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।