মিরাজ ঘূর্ণিতে কুপোকাত ক্যারিবীয়রা, ১৭১ রানের লিড
ব্যাটিংয়ের পর বল হাতেও শাসন করলো বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পর স্পিন ঘূর্ণি দেখালেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম, নাঈম হাসানরাও রাখলেন অবদান। তাতে ২৫৯ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ১৭১ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
৫৮ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন মিরাজ। আগের দিন ২ উইকেট নেওয়া মুস্তাফিজ আর উইকেট পাননি। ২টি করে উইকেট নিয়েছেন তাইজুল ও নাঈম। উইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। কাইল মেয়ার্স ৪০, জার্মেইন ব্ল্যাকউড ৬৮ ও জশুয়া ডা সিলভা ৪২ রান করেন।
সাকিবের নতুন ইনজুরি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। শঙ্কা কাটিয়ে প্রথম টেস্ট খেলতে নামলেও বেশি সময় মাঠে থাকা হয়নি তার। বাঁ পাশের ঊরুতে টান পড়ায় মাঠ ছাড়তে হয় তাকে। তৃতীয় দিন ফিল্ডিংয়ে নামেননি তিনি।
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে উরুতে টান পড়ায় সাকিব যেভাবে অস্বস্তি প্রকাশ করেন, দেখে মনে হয়েছিল পুরনো কুঁচকিতেই টান পড়েছে। কিন্তু শুক্রবার এমআরআই করানোর পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সাকিবের এই ইনজুরিটি নতুন। বাঁ পাশের ঊরুতে টান পড়েছে তার। সাকিবকে পর্যবেক্ষণে রাখবে বিসিবির মেডিকেল বিভাগ। এমআরআই রিপোর্ট পাওয়ার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মিরাজের শিকার মেয়ার্স
স্পিন আক্রমণে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। তাইজুল, নাঈমের পর ক্যারিবীয় শিবিরে আঘাত হানলেন বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ। তার শিকার কাইল মেয়ার্স। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যারিবীয় অলরাউন্ডারকে আউট করেন ডানহাতি এই অফ স্পিনার। ৫৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। উইকেটে আছেন জার্মেইন ব্ল্যাকউড ও জশুয়া ডা সিলভা।
তাইজুলের পর নাঈমের ছোবল
স্পিনেই যতো ভয় ওয়েস্ট ইন্ডিজের। যদিও প্রথম ইনিংসের শুরুতে মুস্তাফিজুর রহমানের পেস আগুনে পুড়তে হয় সফরকারীদের। তৃতীয় দিনে এসে স্পিন ভেল্কির সামনে পড়তে হয়েছে ক্যারিবীয়দের। দিনের প্রথম বলেই এনক্রুমাহ বোনারকে ফেরান তাইজুল ইসলাম। এবার ছোবল বসালেন বাংলাদেশের আরেক স্পিনার নাঈম হাসান।
ডানহাতি এই স্পিনারের শিকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দারুণ এক ডেলিভারিতে ব্রাথওয়েটের স্টাম্প ভাঙেন নাঈম। নাঈমের একটি শার্প টার্ন ডেলিভারি না খেলে ছেড়ে দেন ব্রাথওয়েট, তাতে ভেঙে যায় তার স্টাম্প। ফেরার আগে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ৪৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান। উইকেটে আছেন কাইল মেয়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড।
দিনের প্রথম বলেই তাইজুলের উইকেট
ইনিংসের শুরুটা ভালো না হলেও চাপ সামলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও এনক্রুমাহ বোনার। কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছিল সফরকারীরা। তৃতীয় দিনে সেই স্বস্তি আর থাকেনি। দিনের প্রথম বলেই বোনারকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম।
বাঁহাতি এই স্পিনারের একটি শার্প ডেলিভারিতে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ১৭ রান করা বোনার। ৩৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। উইকেটে আছেন ব্রাথওয়েট ও কাইল মেয়ার্স।