ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি. মি. যানজট
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কালীহাতি উপজেলার আনালিয়াবাড়ি থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এই যানজট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবায়েত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রাস্তার সংস্কার চলছে। অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে মহাসড়কে যান চলাচল বেড়েছে। ফলে সকাল থেকেই কালীহাতি উপজেলার এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে।
চালক ও যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ যানজটের কারণে সময়মতো তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
তবে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকে যানজট নিরসনে কাজ করছেন টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান সার্জেন্ট রুবায়েত হোসেন।