মহামারিতেও থেমে নেই বলিউড তারকাদের অভিজাত বাড়ি ক্রয়
গত দেড় বছর স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে দুনিয়া জুড়ে। প্রতিদিনের রুটিনে যোগ হয় সামাজিক দূরত্ব মেনে চলা বা মাস্ক পরা। কিন্তু, রুপালি জগতের তারকাদের জীবনযাপন খুব একটা বদলায়নি। অঢেল বিত্তের অধিকারী বলিউডের এমন অনেক তারকাই মহামারি মধ্যে ছুটি কাটাতে গেছেন বা আবাসিক সম্পত্তির মূল্য পতনের সুযোগে কিনেছেন নতুন বাড়ি।
মহামারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলিউডের আলিয়া ভাট থেকে শুরু করে বিক্রান্ত ম্যাসি'র মতো অনেক তারকাই কিনেছেন বিলাসবহুল বাড়ি।
'রাজি' চলচ্চিত্রের তারকা আলিয়া ভাট মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার 'পালি হিল বাস্তু বিল্ডিং'য়ে ৩২ কোটি রুপিতে ২,৪৬০ বর্গফুটের এক আলিশান অ্যাপার্টমেন্ট কিনেছেন। ২০২০ সালের নভেম্বরে তিনি এটি কেনেন বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়।
মজার ব্যাপার হলো, তার বয়ফ্রেন্ড রনবীর কাপুরও একই ভবনের ৭ তলায় থাকেন। তাই দুইয়ে- দুইয়ে চার মেলানোও সহজ।
বিনোদন জগতের আরেক খবর 'তানহাজি'র অভিনেতা অভিনেতা অজয় দেবগন মুম্বাইয়ের জুহু বিচে ৫৯০ বর্গফুটের একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি কিনেছেন। চলতি জুনে কেনা এ সম্পত্তির দাম ৬০ কোটি রুপি।
অমিতাভ বচ্চন সপরিবারে বাসের জন্য বাড়ি কিনেছেন নির্মাণাধীন আটলান্টিস ভবনে। সেখানে বাসা নিলেন সানি লিওন। ২০২১ সালের এপ্রিলে এখানে ১৬ কোটি রুপিতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।
আটলান্টিসের ২৭ ও ২৮ তলা জুড়ে সুরম্য ডুপ্লেক্স কিনেছেন অমিতাভ বচ্চন। চলতি বছরের মে'তে কেনা ৫,৭০০ বর্গফুটের এ বাড়ির দাম ৩১ কোটি রুপি।
জুহু বিচের পাশে সাগরমুখী বাড়ি আগে থেকেই ছিল ঋত্বিক রোশানের। তারপরও ২০২০ সালের অক্টোবরে জুহু-ভারসোভা লিঙ্ক রোডে আরও তিনটি পেন্টহাউজ ইউনিট কিনেছেন মোট ১০০ কোটি রুপিতে। ১৪, ১৫ ও ১৬ তলায় অবস্থিত ফ্ল্যাটগুলো থেকে আরব সাগরের সুনীল জলরাশি কোনো বাধা ছাড়াই দেখা যায়।
গত নভেম্বরে মুম্বাইয়ে মনোরোম এক বাড়ি কেনেন ভিক্রান্ত ম্যাসি ও তার স্ত্রী শীতল ঠাকুর। নতুন বাড়ির কথা সামাজিক মাধ্যমে ভক্তকুলকে জানাতেও ভোলেননি তিনি।