কাল থেকে আবার শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি
সিনোফার্মের করোনার টিকা প্রদানের মাধ্যমে আগামীকাল থেকে সারাদেশে আবারও শুরু হতে যাচ্ছে কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচী। সারা দেশের সব মেডিকেল কেন্দ্রে সকাল ৮টা থেকে টিকা প্রদান শুরু হবে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে ডা. শামসুল হক এ কথা জানান। তিনি বলেন, আগামীকাল থেকে সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হবে। সারা দেশের সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালসহ সব কেন্দ্রে সকাল ৮ টা থেকে এ টিকা কার্যক্রম চলবে।
এছাড়া আগামীকাল থেকে ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে ফাইজারের টিকা দেয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এ টিকা দেওয়া হবে। তবে এ টিকা পাবেন কেবল সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী কর্মীরা।
এসব দেশে ফাইজার ও মর্ডানার টিকা ছাড়া প্রবাসী শ্রমিকদের প্রবেশে বেগ পেতে হবে।
জনশক্তি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে প্রবাসী শ্রমিকদের তালিকা পাঠানোর পর তাদের নিজেদেরই নিবন্ধন করতে হবে টিকার জন্য। নিবন্ধন না করে কেন্দ্রে ভিড় জমালে টিকা পাবেন না। ওই সাত কেন্দ্রে যাদের নিবন্ধন আগে করা আছে, তাদের কাছে এসএমএস গিয়ে থাকলে তারা টিকা পাবেন।
এছাড়া অগ্রাধিকার তালিকায় যারা আছেন, তাদের নিবন্ধন আজ শুরু হয়েছে। প্রবাসী শ্রমিকেরা কাল থেকে নিবন্ধন করেও ফাইজারের টিকা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ডাটাবেজে যুক্ত করা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদেরও টিকা প্রদান করা হবে।