'কোপার ফাইনালকে সামনে রেখে মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্ব ঝুঁকির মুখে'!
আর মাত্র একদিন পরই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, ব্রাজিল ও আর্জেন্টিনা। আর এই ফাইনাল প্রসঙ্গেই ব্রাজিলীয় তারকা নেইমার মজা করে বলেছেন, এবার মেসির সঙ্গে তার বন্ধুত্ব 'ঝুঁকির মুখে' পড়তে যাচ্ছে।
আগামী শনিবার রিও ডি জেনিরোতে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মহাদেশের সেরা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই হেভিওয়েট প্রার্থী।
মেসি ও নেইমারের এবারের সাক্ষাত যে দক্ষিণ আমেরিকার শীর্ষ দৈনিকগুলোর শিরোনাম হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। লড়াইকে সামনে রেখে নেইমার স্বীকার করেছেন যে, মারাকানাতেই সাবেক বার্সা সতীর্থের সাথে বন্ধু-বিচ্ছেদ হতে পারে তার।
কী বলেছেন নেইমার?
মেসির কাছে কোপার ফাইনাল আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মান পাওয়ার একটি সুযোগ। ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে নেইমার রিপোর্টারদের বলেন, 'আমি বরাবরই যেমনটা বলে থাকি, মেসি আমার দেখা সবচেয়ে সেরা খেলোয়াড় এবং সে আমার খুব ভালো বন্ধু; কিন্তু এখন যেহেতু আমরা ফাইনালে পৌঁছেই গিয়েছি, এখন আমরা প্রতিদ্বন্দ্বী। আমি কোপা আমেরিকার শিরোপা জিততে চাই এবং খুব বেশিই চাই, কারণ তাহলে এটা হবে আমার প্রথম শিরোপা জেতা।'
নেইমার আরও বলেন, 'মেসি জাতীয় দলের হয়ে একটা শিরোপা জেতার জন্য বহু বছর ধরেই চেষ্টা করছে এবং প্রতিবারই যেহেতু আমরা টুর্নামেন্টে টিকে থাকি না, তাই আমি তখন তাকেই সমর্থন দিয়েছি। ২০১৪ বিশ্বকাপে যখন সে জার্মানির মুখোমুখি হলো, তখনও মেসির পক্ষেই ছিলাম।'
'কিন্তু এবার যেহেতু ব্রাজিল এই লড়াইয়ের শেষ মঞ্চে চলে এসেছে, তাই আমাদের বন্ধুত্ব এবার ঝুঁকির মুখে। আমাদের মধ্যে একে অপরের প্রতি সম্মানবোধ বজায় থাকবে। কিন্তু শিরোপা তো একজনের হাতেই উঠবে। যখন আপনার কারো সাথে খুব ভালো বন্ধুত্ব থাকে, সেটা ভুলে যাওয়া বেশ কঠিন। কিন্তু একটা উদাহরণ দিয়ে বলি, সামান্য ভিডিও গেমসও যদি বন্ধুর সাথে বসে খেলেন; তখনো কিন্তু আপনি তাকে হারাতে চান। শনিবারের ব্যাপারটাও সেরকমই হবে', বললেন নেইমার।
নেইমার কি জয়ী হবেন?
এই মুহূর্তে কোপা আমেরিকার শেষ শিরোপাজয়ী দল ব্রাজিল। ২০১৯ সালে নিজেদের দেশের মাটিতেই এই শিরোপা জিতেছে তারা।
যদিও ওই টুর্নামেন্টে চোট পাওয়ার কারণে নেইমারকে মাঠের বাইরেই থাকতে হয়েছিল। তাই কোনো সন্দেহ নেই যে এবারের ট্রফি জেতার জন্য উন্মুখ হয়ে থাকবেন নেইমার।
সপ্তাহান্তে এই ফুটবল উন্মাদনার মধ্য দিয়ে নিজের শিরোপা জয়ের প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য মুখিয়ে আছেন ব্রাজিলীয় তারকা।
২৯ বছর বয়সী, প্যারিস সেইন্ট-জার্মেইন ফরোয়ার্ড নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, 'আমি একজন ব্রাজিলীয়, যার আছে অনেক গর্ব এবং ভালোবাসা। আমার সারাজীবন স্বপ্ন ছিল ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলা এবং ভক্তদের উল্লাস-চিৎকার শোনা। খেলাধুলা হোক বা মডেলিং প্রতিযোগিতাই হোক; ব্রাজিলের বিপক্ষে যায় এমন কোনোকিছুই আমি কোনোদিন সমর্থন করিনি, আর করবোও না।'
- সূত্র: গোল ডটকম