মেসির সঙ্গে বন্ধুত্বের কথা ভুলে যাবেন নেইমার
একজন আর্জেন্টিনার, আরেকজন ব্রাজিলের। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সবচেয়ে বড় তারকা তারা; লিওনেল মেসি ও নেইমার। চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও এ দুজন খুব ভালো বন্ধু। বার্সেলোনায় কাঁধে কাঁধ মিলিয়ে চার বছর খেলেছেন তারা। বার্সা ছেড়ে নেইমার পিএসজিতে গেলেও তাদের বন্ধুত্ব আছে আগের মতোই। তবে কোপা আমেরিকার ফাইনালে মেসির সঙ্গে বন্ধুত্বের কথা ভুলে যাবেন বলে জানালেন নেইমার।
মেসি-নেইমারের কেউ-ই দেশের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিততে পারেননি। এবার তাদের সামনে লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের মুকুট জেতার সুযোগ। এবারের কোপার ফাইনালে আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মেসি-নেইমারদের দেশ। এই ম্যাচে বন্ধুত্বকে এক পাশে সরিয়ে রাখবেন বলে জানিয়েছেন নেইমার।
এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নেইমার বলেন, 'সব সময় আমি যেটা বলি, আমার দেখা সেরা খেলোয়াড় মেসি এবং সে অসাধারণ একজন বন্ধু। কিন্তু আমরা এখন ফাইনালে, আমরা এখন প্রতিদ্বন্দ্বী। আমি এটা জিততে চাই এবং সত্যিই এই শিরোপাটি জিততে চাই, যা কোপা আমেরিকায় আমার প্রথম হবে।'
অন্যান্য সময়ে মেসির পক্ষে গলা ফাটালেও এবার প্রতিপক্ষ হওয়ায় সেই সুযোগ নেই বলে জানান নেইমার। ব্রাজিলিয়ান তারকা এই ফরোয়ার্ড বলেন, 'অনেক দিন ধরেই জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জেতার লক্ষ্যে আছে মেসি। ব্রাজিল টুর্নামেন্টে না থাকলে, সেখানে সব সময়ই আমি তার হয়ে গলা ফাটাই। ২০১৪ বিশ্বকাপে আমি এটাই করেছি, যখন তারা জার্মানির মুখোমুখি হয়।'
সব মিলিয়ে ফাইনালে বন্ধুত্ব এক পাশে সরিয়ে রাখবেন নেইমার। তার ভাষায়, 'ব্রাজিল এখন তাদের বিপক্ষ, সুতরাং আমাদের বন্ধুত্ব সরিয়ে রাখতে হচ্ছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ আগের মতোই আছে, তবে একজন কেবল জিততে পারে। কারও বন্ধু হলে সেটা ভুলে থাকা কঠিন। কিন্তু বন্ধুর সঙ্গে যখন ভিডিও গেমস খেলেন, তখন তো তাকে যেকোনো মূল্যে হারাতে চান। ফাইনালে ঠিক এটাই হবে।'