সিটি করপোরেশন এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে ৯ আগস্ট পর্যন্ত
আগামীকাল (৭ আগস্ট) থেকে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
সিটি করপোরেশন এলাকায় আগামী ৭ আগস্ট থেকে ৯ আগস্ট ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখা যাবে। এছাড়া দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ৭ থেকে ৯ আগস্টের মধ্যে স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে বলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাস্পেইন বাস্তবায়ন বিষয়ক পরিবর্তিত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ভ্যাকসিনেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ ক্যাম্পেইনে ২৫ বছরের তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের টিকা দেওয়া হবে না।
নির্দেশনায় বলা হয়, ৭ আগস্ট সারাদেশের সকল সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। উপজেলা বা পৌরসভার যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ৭ তারিখে নিয়মিত ইপিআই কার্যক্রম রয়েছে সেসব ইউনিয়ন ও ওয়ার্ডে ৮ অথবা ৯ আগস্ট ক্যাম্পেইন পরিচালিত হবে।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নিয়মিত ইপিআই টিকাদান সেশন চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোন অবস্থাতেই বন্ধ করা যাবেনা।
অন্যদিকে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়সী জনগোষ্ঠীর মাঝে এই টিকাদান কর্মসূচি চলবে ১০ থেকে ১২ আগস্ট।
গত ৭ ফেব্রুয়ারি প্রথমবার দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত ১ কোটি ৯ হাজার ৯৫৩ জনকে প্রথম ডোজ এবং ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জনকে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।