কিছু আফগানকে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাবে 'না' বলল বাংলাদেশ
তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পর দেশটির কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করা দিয়েছে ঢাকা।
ওয়াশিংটনের অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জবাব দিয়েছে, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই।
সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বার্তা সংস্থা ইউএনবিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, "হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকে আমরা এরকম একটি অনুরোধ পেয়েছি। আমরা তাদের ধন্যবাদ দিয়ে অনুরোধটি নাকচ করে দিয়েছি।"
প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন গণমাধ্যমটিকে বলেন, "প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।"
তিনি বলেন, "এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।"