দেয়ালের এপাশে মসজিদ ওপাশে মন্দির
ভারতের কেরালার কাত্তিলাপিদিকা অঞ্চলের একটি সীমানা প্রাচীর সাম্প্রদায়িক সম্প্রীতির এক দারুণ উদাহরণ হয়ে উঠেছে। দেয়ালটির এক পাশে হামসাকুলাঙ্গারা মেলেদাথু শিব মন্দির, অপর পাশে বদর জুমা মসজিদ। দিনের বিশেষ সময়ে দু'পাশ থেকে একইসঙ্গে বেজে ওঠে ঘণ্টা ও আজানের সুর। খবর টেলিগ্রাফের।
মসজিদ ও মন্দিরের এই পাশাপাশি অবস্থান দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষদের মধ্যে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হয়ে আছে। মসজিদের মহল্লা কমিটির সেক্রেটারি হারিস পিকে জানান, 'কখনো কখনো আজানের সময় মন্দির কমিটি ভজন গীতি বন্ধ রাখে।'
অন্যদিকে মন্দির পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ইউ. শিবান্দান বলেন, 'আমাদের সকালের ও সন্ধ্যার প্রার্থনার সঙ্গে আজানের সাধারণত কোনো সঙ্ঘাত ঘটে না। তবে যদি কখনো প্রয়োজন পড়ে, আমরা তাদের সাহায্য করি। এখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে এই ভাতৃত্ববোধ খুবই সাধারণ ব্যাপার, কেননা এটি আমাদের জীবনেরই অংশ।'
এই দেয়ালের জন্ম এক দশক আগে। ধর্মীয় উৎসবে ভাড়া করে আনা হাতিগুলো যেন মন্দিরের ভেতরে ঢুকে পড়তে পারে, সেজন্য মন্দিরের সীমানা প্রাচীর বাড়ানো হয়েছে। মন্দির কমিটির সেক্রেটারি সুভাষ চন্দ্রন জানান, 'সীমানা প্রাচীরের একটি কোণা এতই সরু ছিল, হাতিগুলো সেখান দিয়ে ঢুকতে পারত না। এজন্য মসজিদ কমিটির সাহায্য চেয়েছিলাম আমরা। বরাবরের মতো সেটি তাদের কাছ থেকে পেয়েছিও।'
মন্দির কমিটির পক্ষ থেকে মসজিদ কমিটিকে সেবার অনুরোধ করা হয়েছিল, যেন সীমানা প্রাচীরটি নিজেদের দিকে আরেকটু চাপিয়ে নেয়। সেজন্য সেই জমির দামও দিতে চেয়েছিলেন তারা। চন্দ্রন বললেন, 'মসজিদ কমিটি বিনামূল্যেই জায়গাটি আমাদের উপহার দিয়েছে।'