ক্যাম্পেইনের আওতায় একদিনে টিকা নিয়েছে ৬৬ লাখ মানুষ
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে একদিনে ৭৫ লাখ ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও মঙ্গলবার টিকা নিয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন।
এবারের ক্যাম্পেইনের অন্যতম দিক হলো পুরুষের চেয়ে নারীরা টিকা নিয়েছে বেশি। পুরুষ ৩১,৬৯,৬২২ জন ও নারী ৩৪,৫৫,৫০১ জন টিকার প্রথম ডোজ নিয়েছে৷ যেসব কেন্দ্রে টার্গেট পূরণ হয়নি, সেসব কেন্দ্রে ক্যাম্পেইনের আওতায় আজ টিকা দেওয়া হবে।
এদিন নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নিয়মিত ৫ লাখসহ মোট ৮০ লাখ ডোজ টিকা দেয়ার টার্গেট ছিল স্বাস্থ্য অধিদপ্তরের।