হৃদযন্ত্রের সমস্যায় তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো
হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়ায় আগামী তিন মাস মাঠের বাইরে থাকবেন বার্সেলোনা তারকা সার্জিও আগুয়েরো। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রোববার লা লিগায় আলাভেজের বিপক্ষে ম্যাচের ৪১তম মিনিটে হুট করে বুকে অস্বস্তি বোধ করা শুরু করেন এই আর্জেন্টাইন। মাঠের চিকিৎসকরা তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দিলেও আর ম্যাচে ফেরা হয়নি তার।
পরবর্তীতে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা জানান, অনিয়মিত হৃৎস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন এই তারকা স্ট্রাইকার।
এই রোগের জন্য পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চালানোর জন্যই তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই ৩৩ বছর বয়সীকে।
গতকাল ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ডা. ইয়োসেপ ব্রুগাদার অধীনে ডায়াগনস্টিক ও থেরাপির মধ্য দিয়ে যাবেন সার্জিও আগুয়েরো। যে কারণে আগামী তিনি মাস (দলে) নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন তিনি। এবং এ সময়ে চিকিৎসার কার্যকারিতার উপর নির্ভর করবে তার পুনর্বাসন প্রক্রিয়া চালানো হবে।"
এই গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে ভুগছেন আগুয়েরো। দীর্ঘ ইনজুরি থেকে ফিরে ১৮ই অক্টোবর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। প্রত্যাবর্তনের দুই সপ্তাহের মধ্যে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন এই আর্জেন্টাইন।
সূত্র: দ্য গার্ডিয়ান।