ট্রাম্পের আগ্রা সফরকে মাথায় রেখে যমুনায় পানি ছাড়ল ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর ‘পরিবেশগত অবস্থার উন্নয়নে’ ৫০০ কিউসেক পানি ছেড়েছে রাজ্যের সেচ বিভাগ।
রাজ্যের বুলন্দশহরের গঙ্গানহর থেকে যমুনায় পানি নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লাইভমিন্ট ডটকমের প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরকালে বড় অংশ দিল্লিতে কাটাবেন ট্রাম্প। এর বাইরে তিনি উত্তর প্রদেশের আগ্রা ও নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের আহমেদাবাদে সংক্ষিপ্ত সফর করবেন বলে আশা করা হচ্ছে।
যমুনায় পানি ছাড়া নিয়ে উত্তর প্রদেশ সেচ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ধর্মেন্দর সিং ফোগাত বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রা সফরকে মাথায় রেখে যমুনার পরিবেশগত অবস্থার উন্নয়নে গঙ্গানহর থেকে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। এ পানি ২০ ফেব্রুয়ারির মধ্যে যমুনার মথুরা অংশে এবং ২১ ফেব্রুয়ারি বিকেলের মধ্যে আগ্রা অংশে পৌঁছাবে।”
তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যমুনায় নির্দিষ্ট স্তরের পানি দেখতে চায় সেচ বিভাগ।
এ বিষয়ে উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (ইউপিপিসিবি) সহকারী প্রকৌশলী অরবিন্দ কুমার বলেন, যমুনার পানিতে দুর্গন্ধ কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।