স্বাধীনতা দিবসে ৩০ কিলোমিটার পদযাত্রা করবে ‘অভিযাত্রী’
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পর্বতারোহীদের সংগঠন 'অভিযাত্রী' 'শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা ২০২২' শিরোনামে প্রায় ৩০ কিলোমিটার পদযাত্রা করবে।
১৯৭১ সালে একদল অভিযাত্রী দেশমাতার মুক্তির অভিপ্রায়ে বিশ্ব-বিবেক জাগরণ পদযাত্রায় হেঁটে যে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই ইতিহাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এ আয়োজন করবে।
বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ বিষয়ে বিস্তারিত বলেন। এ বছর এ পদযাত্রার যৌথভাবে আয়োজন করবে 'অভিযাত্রী' ও 'মুক্তিযুদ্ধ জাদুঘর'।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদযাত্রার সংগঠক জাকারিয়া বেগ বলেন, ২৬ মার্চের প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় সঙ্গীতের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। স্বাধীন বাংলার পতাকা হাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমতলা গেটের সামনে যাবে অভিযাত্রীদল।
তিনি জানান, তারা ঢাকার বিভিন্ন স্থান অতিক্রম করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার হয়ে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে। সেখানে তারা তারুণ্যের দৃপ্ত শপথ পাঠ করে ঢাকার উদ্দেশে রওনা দিবে।
এছাড়াও ঢাকার পাশাপাশি পাবনা, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটে পদযাত্রার আয়োজন করবে স্ব স্ব অঞ্চলের সংগঠকরা।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।
উল্লেখ্য, 'অভিযাত্রী' বিগত ৯ বছর ধরে শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। তারা ২০১৩ সালে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে বিয়াল্লিশ কিলোমিটার পথ হেঁটে একাত্তরের উত্তাল দিনগুলো স্মরণ করে।