পোকা থেকেই মিলবে মাংসের স্বাদ, বাঁচবে পরিবেশও

এতদিন মিলওয়ার্ম সাধারণত পোষাপ্রাণীদের খাবার কিংবা মাছের টোপ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু স্বাদে মাংসের মতো হওয়ায় এখন তা মানুষের খাবারের মেন্যুতেও যোগ হতে পারে।