কৃষি অর্থনীতির নীরব বন্ধু বাংলার প্যাঁচারা

প্যাঁচা পরিবেশের জন্য একটি নির্দেশক প্রাণী। প্যাঁচার উপস্থিতি পরিবেশের সুস্থতা নির্দেশ করে। ২০১০ সালে প্রকাশিত একটি হিসাবে দেখা গেছে যে একটি প্যাঁচা তার সারাজীবনে ২৫ লক্ষ টাকার ফসল রক্ষা করে।