কাশ্মীরে বিরল তুষারবিহীন শীত, দিচ্ছে অশনি সংকেত

নজিরবিহীন ঘটনা কাশ্মীরে। ভরা শীতেও নেই তুষারপাত। এবার কাশ্মীরের পাহাড়গুলো বেখাপ্পা রকমের বাদামি ও ন্যাড়া হয়ে আছে। ফলে পর্যটকের সংখ্যাতেও ধস নেমেছে। ধাক্কা লেগেছে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া তুষার না...