দেশে কিডনি রোগী তিন কোটি ৮০ লাখ, ‘কিডনি চিকিৎসা বিমা’ চালুর দাবি

অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, ‘‘উন্নত দেশগুলোতে ডায়ালাইসিস ও কিডনি সংযোজন স্বাস্থ্য বিমার মাধ্যমে হয়। রোগীর পকেট থেকে অর্থ ব্যয় করতে হয় না। পার্শ্ববর্তী দেশগুলোতে আংশিক খরচ সরকার বহন করে থাকে।...