দুর্লভ সফরনামায় উনিশ শতকের ঢাকা

পৌষের এক পড়ন্ত বিকেলে ভোলানাথ চন্দ্রের বজরা বাদাবনের ভেতর দিয়ে পূর্ব মুখে এগিয়ে চলল। প্রায় ছয় ঘণ্টা পর জোয়ারের দেখা মিলেছে। নদীর দুকূল ছাপিয়ে হু হু করে লোনাপানি ঢুকছে। জালের মতো জড়িয়ে থাকা নদ-নদী,...