এখন কেবল আমাদেরই আছে জলের রকেট, যার পাখাগুলো লোহার যার গায়ের রঙ কমলা

সেকালে এই জাহাজ গতিতেও ছিল দুর্বার। ২০-২২ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা পৌঁছে গিয়ে যাত্রীরা তখন অবাকই হতেন। তাই একে বলা হতো রকেট সার্ভিস। আবার গাত্রবর্ণ কমলা বলে কাব্য করে লোকে বলত কমলা রকেট।