সুগন্ধি: প্রাচীন সৌরভের ফিরে আসা

দশম শতকের চিকিৎসক ইবনে সিনা গাছের নির্যাস থেকে অত্তো বা আতর, অর্থাৎ ফুলের তেল বা গোলাপ জল তৈরি করেন। সুগন্ধির চর্চা মুরদের হাত ধরে মধ্যপ্রাচ্য থেকে স্পেন পর্যন্ত ছড়িয়ে পড়ে, জনপ্রিয় হয়ে ওঠে। ...