বাংলার বারুদ যখন সাম্রাজ্য বিস্তারের নেপথ্য শক্তি

১৮৬২ সালে যেখানে শোরা রপ্তানির পরিমাণ ছিল ২০ হাজার টনেরও বেশি, সেখানে ১৮৬৫ সালে তা ১১ হাজার টানে নেমে আসে। এরপর থেকে তা কমতেই থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধ থেকে বাংলার বারুদের চির বিদায় ঘটে যায়।