প্রতিরোধী জাত না থাকায় ব্লাস্ট রোগে কমছে ধানের উৎপাদন

গবেষকরা বলছেন, রোগটি আমন মৌসুমে—যে মৌসুমে দেড় কোটি টনের বেশি চাল উৎপাদন হয়—নভেম্বরের দিকে মূলত সুগন্ধি চালের ধানে আক্রমণ করে।