মহাকাশে স্পেসস্যুট ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবেন নভোচারীরা?

মহাকাশে অক্সিজেন শূন্যতায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রথমে অজ্ঞান হওয়া এবং পরে মৃত্যু ঘটতে পারে নভোচারীর। এছাড়া চরম তামপাত্রায় টিকে থাকা ও মহাকাশের কোন কণা বা বস্তুর ধ্বংসাবশেষ থেকেও রক্ষা করে স্পেসস্যুট।