বার্ধক্য থামিয়ে দেওয়ার গবেষণায় অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা কি চিরকাল বেঁচে থাকতে চাই?

আমরা যতদূর জানি মৃত্যু অমোঘ। তবে এমন কোনো শারীরিক বা রাসায়নিক নিয়ম নেই, যা দেখে বলা সম্ভব নির্দিষ্ট কোন সময়ে কোন প্রাণের মৃত্যু ঘটবে। আর তাই মৃত্যুকে ঘিরে দার্শনিক বিভিন্ন ধারণার উৎপত্তি হয়েছে।