অচেনা নম্বর হওয়ায় উদ্ধারকারীদের কলও ধরলেন না নিখোঁজ ব্যক্তি!
কলোরাডোর সর্বোচ্চ পর্বতমালায় উঠে হারিয়ে যান এক জনৈক পর্বতারোহী। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকাকালে উদ্ধারকর্মীদের ফোন কলেও সাড়া দেননি তিনি । কেননা, তিনি অপরিচিত নাম্বার থেকে আসা কোনো কলই ধরেন না!
ইলিনয় অঙ্গরাজ্যের লেক কাউন্টির সার্চ অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, গত ১৮ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৮ টার দিকে নিখোঁজ হন এই পর্বতারোহী।
রোমাঞ্চপ্রিয় ব্যক্তিটিকে উদ্ধার করতে রাত ১০টা থেকে মাউন্ট এলবার্টের সন্দেহজনক জায়গাগুলোতে খোঁজাখুঁজি শুরু করেন উদ্ধারকারী দলের ৫ সদস্য। কিন্তু বারবার কল, ম্যাসেজ এবং ভয়েস ম্যাসেজ দিয়েও ৪৪০১ মিটার উচ্চতায় ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে পরদিন রাত ৩টায় উদ্ধারকাজ স্থগিত করে এই দল।
এর পরদিন ভোর ৭টায় দ্বিতীয় একটি উদ্ধারকারী দল বুদ্ধি করে এমন সব জায়গায় তল্লাশি শুরু করে যেখানে সাধারণত পথচারীরা পথ হারিয়ে ফেলেন। কিন্তু কিছুক্ষণ পর তারা খবর পান, সকাল সাড়ে নয়টার দিকেই নিজের ডেরায় ফিরে গেছেন সেই 'নিখোঁজ ব্যক্তি'।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পর্বতারোহী বলেন, রাতের অন্ধকারে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন এবং ফেরার রাস্তা খুঁজে পেতে বিভিন্ন ট্রেইলে চক্কর দিচ্ছিলেন। অবশেষে যাত্রা শুরু করার প্রায় ২৪ ঘণ্টা পর, পরদিন সকালে তিনি তার গাড়ির কাছে পৌছতে পারেন। তিনি আরও জানান, তার কোনো ধারনাই ছিলনা যে কেউ তাকে খুঁজতে বেরোতে পারে!
এ ঘটনায় বিব্রত উদ্ধারকারী এজেন্সি জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে বলে, "ভ্রমণকালে আপনার নির্ধারিত সময়সূচিতে ব্যাঘাত ঘটলে, বা আপনি পিছিয়ে গেলে সে মুহূর্তে যদি অচেনা কোনো নম্বর থেকে ফোন আসে, তাহলে ধরে নেবেন কোনো উদ্ধারকারী দলই আপনাকে খুঁজছে, জানতে চাইছে আপনি নিরাপদে আছেন কিনা।"
জানা যায়, ওই ব্যক্তিকে খুঁজতে ৩২ ঘণ্টারও বেশি সময় ব্যয় করেছে উদ্ধারকর্মীরা।
সূত্র: দ্য গার্ডিয়ান।