ইগ নোবেল পুরস্কার জিতেছে উল্টো-গণ্ডার তত্ত্ব
গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে পরিবহন করাটা নিরাপদ। ঘুষির হাত থেকে আত্মরক্ষার জন্য একটি বিবর্তনীয় উপাদান হিসেবে পুরুষদের গালে গজিয়েছে দাঁড়ি। গত বৃহস্পতিবার ঘোষিত এবছরের ইগ নোবেল পুরস্কার জিতেছে এমনই দুটি বৈজ্ঞানিক গবেষণা।
আপনাকে প্রথমে হাসাবে, তারপর ভাবাবে; এরকম অস্বাভাবিক বৈজ্ঞানিক গবেষণাগুলোকে দেওয়া হয়ে থাকে ইগ নোবেল পুরস্কার। সাধারণত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে অনুষ্ঠিত ইগ নোবেল পুরস্কারের আয়োজন, পুরস্কার প্রদান করে থাকেন সত্যিকারের নোবেল লরিয়েটরা। কিন্তু মহামারির জন্য দ্বিতীয় বছরের মতো এবার অনলাইনে দেওয়া হয়েছে ব্যাঙ্গাত্মক এই পুরস্কার।
পুরস্কারের প্রচলিত হাসি-ঠাট্টার ধারার সাথে মিল রেখে এ বছর প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয়েছে একটি কাগজের ট্রফি এবং ১ লাখ কোটি জিম্বাবুইয়ান ডলারের জাল নোট।
উল্টো-গণ্ডার গবেষণার অন্যতম লেখক রবিন র্যাডক্লিফ বলেন, "বন্যপ্রাণী পশুচিকিত্সকদের যে ব্যাপারটি আমি পছন্দ করি তা হচ্ছে, তাদের চিন্তায় যেমন তাৎক্ষণিকতা থাকতে হয়, তেমনি থাকতে হয় বক্সের বাইরে ভাবার তাড়না। আপনাকে প্রতিভাবান হতে হবে, সৃজনশীল হতে হবে এবং কখনও কখনও গণ্ডারকে এইভাবে পরিবহন করানোর জন্য কিছুটা পাগলও হতে হবে।"
ঘুষির আঘাত প্রশমনের জন্য দাঁড়ি গজানো শুরু করেছে পুরুষেরা, এই গবেষণাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। এছাড়া অন্যান্য পুরস্কার পেয়েছে চুইংগাম, অর্গাজম এবং বিড়ালের ডাক নিয়ে হওয়া কয়েকটি গবেষণা।
বিশ্বজুড়ে ফুটপাতে ফেলে দেওয়া চুইংগামের জীবাণুতে থাকা ব্যাকটেরিয়াদের নিয়ে গবেষণা করা এক দল বিজ্ঞানীকে দেওয়া হয়েছে ইকোলজি পুরস্কার। ওদিকে মেডিসিন বিভাগে পুরস্কার পেয়েছে একটি গবেষণা, যেখানে দেখানো হয়েছে জমাট নাক পরিষ্কারে অর্গাজম ওষুধের মতোই কার্যকরী হতে পারে।
এনালস অব ইমপোবেবল রিসার্চ ম্যাগাজিনের সম্পাদক মার্ক আব্রাহামের বক্তৃতার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।
তিনি বলেন, "আপনি যদি এ বছর ইগ নোবেল পুরস্কার না জিতে থাকেন, এবং বিশেষ করে যদি জিতে থাকেন, উভয় ক্ষেত্রেই আগামী বছরের জন্য রইলো শুভকামনা।"