চিড়িয়াখানায় বেড়া টপকে সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি!
চিড়িয়াখানায় সিংহের খাঁচার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। আর তার পরিণতিও হয়েছে ভয়ঙ্কর। সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু ঘটেছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঘানার আক্রা চিড়িয়াখানায়।
ঘানার বন বিভাগ জানায়, গতকাল রবিবার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল।
এদিকে নিজেদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। সিংহের আক্রমণে গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।
পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, "নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচার মধ্যে ঢুকলেন তা নিয়ে আমরা তদন্ত করছি।"
ষাটের দশকের শুরুর দিকে ঘানার প্রথম প্রেসিডেন্ট কোয়ামে এনক্রুমাহ'র ব্যক্তিগত সংগ্রহশালা হিসেবে ঘানার আক্রা চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৬ সালে তাকে ক্ষমতা থেকে উৎখাতের পর এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি