প্রতিভরিতে ১,১৬৬ টাকা কমলো স্বর্ণের দাম
স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য হ্রাস পাওয়ায় ভালো মানের প্রতিভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা কমানো হলো।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলে জানায় বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৬২ টাকা থেকে কমিয়ে ৯১ হাজার ৫৫ টাকা করা হয়েছে। অর্থাৎ, দাম কমেছে ১,১৬৬ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার ১০৩ টাকা, যা আগে ছিল ৮৮ হাজার ৬৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৮৭৫ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৫৯১ টাকা, যা আগে ছিল ৭৫ হাজার ৪৬৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১৬৯ টাকা।
তবে রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ভালো মানের প্রতি ভরি রূপা ১,৭১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান, 'স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমেছে। এই প্রেক্ষাপটে, জুয়েলারি সমিতি সভা করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়'।