ভরিতে সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমাল বাজুস
স্থানীয় বুলিয়ন বাজারে দাম কমার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৫ মে) প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়েছে।
ফলে এখন ভালো মানের ২২ ক্যারেট সোনা প্রতি ভরির দাম এক লাখ ১৭ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।
আগামীকাল রোববার (২৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে বাজুস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ধার্য করা হয়েছে প্রতি ভরি এক লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ২৫৬ টাকা।
তবে ক্রেতাদেরকে সোনার গয়না কেনার জন্য আরও বেশি টাকা খরচ করতে হবে। কারণ বাজুসের নির্ধারিত মূল্যে ৫ শতাংশ ভ্যাট বসিয়েছে সরকার। এছাড়া প্রতি ভরিতে ৬ শতাংশ ন্যূনতম মজুরিও রয়েছে।
দেশের সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস মে মাসে এ পর্যন্ত সোনার দাম ছয়বার বাড়িয়েছে এবং দুবার কমিয়েছে।