ভরিতে স্বর্ণের দাম কমলো ১,১৬৬ টাকা
মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশের জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে, ফলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কেনা যাবে ৯৭ হাজার ৫৯৪ টাকায়।
প্রতিভরি স্বর্ণের দাম রেকর্ড হারে বাড়িয়ে ৯৮ হাজার ৭৬০ টাকা করার তিনদিন পর তা ১,১৬৬ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশের জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে, ফলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কেনা যাবে ৯৭ হাজার ৫৯৪ টাকায়।
পাশাপাশি ২১ ভরি স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৯৩ হাজার ১৬৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৭৯ হাজার ৮৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।