স্বর্ণের দাম রেকর্ড হারে বাড়লো, প্রতিভরি ৯৯,১৪৪ টাকা
আগামীকাল ২ এপ্রিল থেকেই নতুন মূল্য কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ২,৭২৮ টাকা বাড়িয়ে ৯৯,১৪৪ টাকা নির্ধারণ করেছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) বাজুসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ২ এপ্রিল থেকেই নতুন মূল্য কার্যকর হবে।