নয় মাসে ন্যাশনাল ব্যাংকের লোকসান ২১৪% বেড়েছে
দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ২০২৩ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ১,১২৩ কোটি টাকা লোকসান করেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২১৪ শতাংশ বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান ৩.৪৯ টাকায় দাঁড়িয়েছে।
এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ৫০০ কোটি টাকা লোকসান হয়েছে, যা এক বছর আগে ছিল ১৮৪ কোটি টাকা।
ন্যাশনাল ব্যাংক তার মূল্য সংবেদনশীল বিবৃতিতে বলেছে, বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের মুদ্রাস্ফীতির জন্য বাজারে তারল্য সংকটের কারণে ঋণগ্রহীতারা সময়মতো কিস্তি পরিশোধ করতে পারেনি, এতে ব্যাংকটির খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়েছে। আর এতে ব্যাংকটির আয় কমেছে।
শিকদার গ্রুপের মালিকানাধীন ব্যাংকটি ২০২১ সাল পর্যন্ত লোকসানে পড়েনি। তবে ২০২২ সালে, এটি ৩,২৬১ কোটি টাকা লোকসান করেছে।
ঢাকার শেযারবাজারে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ার ৮.৩০ টাকায় লেনদেন হয়েছে, যেখানে প্রতি শেয়ারের ফেস-ভ্যালু ১০ টাকা।