স্থানীয় উদ্যোক্তাদের কাছে ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার বিক্রি করবে ডানকান
ব্রিটিশ-ভিত্তিক ডানকান ব্রাদার্স এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্সে বিনিয়োগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি থেকে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এটি।
ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডের একাধিক সূত্র জানায়, একটি 'বিশিষ্ট ব্যবসায়িক সংগঠনের' একদল স্থানীয় উদ্যোক্তা এসব শেয়ার কিনতে দুটি শেয়ার ক্রয়চুক্তি করেছে।
তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ না করতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনুরোধ করেছেন।
ব্যবসায়িক সংগঠনটির এক পরিচালক বলেন, 'আমাদের নাম প্রকাশ হলে শেয়ারের দাম বাড়তে পারে, যা চুক্তিকে ব্যাহত করবে।'
ডানকান ব্রাদার্সের শেয়ার বিক্রির কারণ জানতে তাদের নির্বাহী চেয়ারম্যান ইমরান আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইনস্যুরেন্স এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের ব্যবসায়িক পরিবেশ অনুকূলে নেই।
দেশে ইনস্যুরেন্স কোম্পানি ও এনবিএফআই-এর সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে এ খাতে জন-আস্থা কমে গেছে।
তিনি আরও বলেন, 'এর ফলে ডানকান ব্রাদার্স বিগত কয়েক বছর ধরে এসব খাত থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছিল।'
বর্তমানে দেশে ৩৪টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং ৪৬টি নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে।
গত ২৯ অক্টোবর ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সর পরিচালনা পর্ষদ ডানকান ব্রাদার্স এবং এর সহযোগীদের পক্ষে প্রতিষ্ঠান দুটি থেকে সম্পূর্ণ শেয়ার বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করে। পরদিন ৩০ অক্টোবর স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে শেয়ার ক্রয়চুক্তি স্বাক্ষরিত হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে পাওয়া এ বিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের পরিচালকের পদে অধিষ্ঠিত হতে পারবেন।
ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ-ভিত্তিক ক্যামেলিয়া গ্রুপের সাবসিডিয়ারি ডানকান ব্রাদার্স এবং এটির লরি গ্রুপসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইউনাইটেড ফাইন্যান্সে ৩৪.৯১ শতাংশ (৬.৫৩ কোটি) শেয়ার এবং ইউনাইটেড ইনস্যুরেন্সে ৫৩.২৩ শতাংশ (২.৩৬ কোটি) শেয়ার মালিকানায় রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড ইনস্যুরেন্সের শেয়ারের দর ছিল ৪১ টাকা ৭০ পয়সা এবং ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের দর ছিল ১৫ টাকা ৭০ পয়সা। এ বাজারদরের ভিত্তিতে চুক্তির আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
উল্লেখ্য, ১৫০ বছর আগে চা শিল্পের বিকাশের সময় ডানকান ব্রাদার্স প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই প্রতিষ্ঠানটি চা উৎপাদনে মনোযোগী ছিল।
বিভিন্ন মালিকানা পরিবর্তন ও অংশীদারিত্বের পর বর্তমানে এটি ক্যামেলিয়া পিএলসি-এর অংশ। ১৯৮৫ সালে ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার পরিধি বাড়ায়।
ইউনাইটেড ইনস্যুরেন্স গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তাদের নিট মুনাফা ছিল ৭.৯১ কোটি টাকা।
অন্যদিকে ইউনাইটেড ফাইন্যান্স ২০২৩ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ঐ বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ১৪ কোটি টাকা।