শিবলী রুবাইয়াত, তার ছেলেসহ ১১ ব্যক্তির বিও অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, তার ছেলে জুহায়ের সরর ইসলাম এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আরও নয়জনের শেয়ার স্থগিত [ফ্রিজ] করার নির্দেশ দিয়েছে।
অন্যরা হলেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি সায়াদুর রহমান ও তার স্ত্রী ফেরদৌসী বেগম; বিতর্কিত বিনিয়োগকারী মো. আবুল খায়ের ওরফে হিরু ও তার পরিবারের সদস্য কাজী সাদিয়া হাসান, আবুল কামাল মাতবর, কনিকা আফরোজ ও সাজেদ মাতবর; জাবেদ এ মতিন; এবং সিডব্লিউটি অ্যাসেটের মনিজা চৌধুরী।
নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আট ব্যক্তির শেয়ার হস্তান্তর বা বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যক্তিদের মধ্যে যাদের পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এ বিধিনিষেধটি বিশেষভাবে প্রযোজ্য হবে।